Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের প্রথম প্রহরে সাদা দলের শ্রদ্ধা নিবেদন

ঢাবি করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দল। ছবি: সংগৃহীত

ঢাকা: মহান একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সাদা দলের নেতারা।

এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্ববায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার , কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড, মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া সহ সাদা দলের নেতারা উপস্থিত ছিলেন ।

সারাবাংলা/এআইএন/পিটিএম

শ্রদ্ধা সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর