Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী কারাগারে গরম পানিতে দগ্ধ হয়ে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। কয়েদির নাম বিপুল কুমার (৩৩)। তার কয়েদি নম্বর ২১৬৭/এ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

বিপুল কুমার নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষীপুর ভান্ডারপুর এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি নওগাঁ সদর থানার মামলা ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

রামেকের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বিপুল গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন। গুরুতর অবস্থায় কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সকালে মারা যান।

রামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ‘বিপুলের শরীরের ২০ শতাংশ বার্ন ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছিল। তবে এর আগেই তার মৃত্যু হয়।’

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/এসডব্লিউ

গরম পানিতে পড়ে দগ্ধ কয়েদি রাজশাহী রাজশাহী কেন্দ্রীয় কারাগার

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর