Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাশহিদদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শ্রদ্ধা জানানোর সময় সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমাসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এর আগে, রাত ১২ টার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর সর্ব স্তরের মানুষের জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এম এইচ/এনজে

আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর