Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১

ইয়াবাসহ আটক ৭ রোহিঙ্গা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ সাতজন রোহিঙ্গা মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন— মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিনচালিত সন্দেহজনক একটি ট্রলার থামার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় মাদক পাচারকারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করা হয়।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

সারাবাংলা/এসআর

ইয়াবা কক্সবাজার রোহিঙ্গা আটক সারাবাংলা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর