Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারকে ভারতের চোখে চোখ রেখে কথা বলার আহ্বান সাইফুল হকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে আয়োজিত ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচি। ছবি: সারাবাংলা

রংপুর: অন্তর্বর্তী সরকারকে তিস্তা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে আয়োজিত ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘শুকনো মৌসুমে ভারত উজানের পানি আটকে রাখে, আর বর্ষার মৌসুমে ছেড়ে দেয়। যার ফলে আমাদের এখানে বন্যায় সব ভেসে যায়। এটা কি বন্ধুর পরিচয়, কোনো ভাবেই না। তাই ভারত আমাদের বন্ধু না।’

তিনি বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বাংলাদেশের সরকারকে। এখনই সময় সরকারকে বলব ভারতের চোখে চোখ রেখে কথা বলার। প্রয়োজনে আমরাও মওলানা ভাসানীর মতো লং মার্চের আয়োজন করব। এবার তিস্তার লড়াই আমাদের জিততেই হবে, যদি এই জনপদের লোকদের বাঁচাতে চাই।’

এর আগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা মিত্ররা।

সারাবাংলা/এমপি

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ অন্তর্বর্তী সরকার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর