Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নীলফামারীতে আ.লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদ (৪৫)

নীলফামারী: অপারেশন ডেভিল হান্টে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে আটক হয় তাকে। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে।

বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। নাহিদ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগ নেতা আটক নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর