অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৯
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছেন। শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার (৩৯), আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল আলী (৩৭), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি (৫০), দামুড়হুদা উপজেলার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক বিল্লাল হোসেন (৩২) ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আলী আকবর (৩৭)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর