Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জে আটক ৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ১. আবিদ হাসান রনি (২০) – তাহিরপুর থানাধীন দক্ষিণকুল গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ২. আক্কল চন্দ্র সরকার (৩৮) – মধ্যনগর থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। ৩. আব্দুল আলিম (২৩) – বিশ্বম্ভরপুর থানাধীন আক্তারপাড়া গ্রামের বাসিন্দা। ৪. রতিন্দ্র কুমার রায় (৬০) – সুনামগঞ্জ সদর থানাধীন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৫. মো: ইয়াহিয়া (৩৭) – ছাতক থানাধীন বেরাজপুর গ্রামের বাসিন্দা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর