Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচে গানে বরণ করে নেওয়া হলো বসন্তকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩

ঢাকা : ‘এসো মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও বসন্ত বরণ উৎসনের আয়োজন করেছে জাতীয় বসন্তোৎসব উদ্‌যাপন পরিষদ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।

এরপর ‘লাগলো যে দোল’ গানের সঙ্গে নৃত্য ও সংগীত পরিবেশনা করা হয়।

বরেণ্য শিল্পীদের একক পরিবেশনার পাশাপাশি শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা রয়েছে। এ ছাড়া বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময় পালন করা হয়।

বাসন্তি সাজে, প্রথমবার বসন্তে উৎসবে এসেছিল পায়েল। সারাবাংলাকে তিনি বলেন, ‘এটা আমার প্রথমবার বসন্ত উৎসবে আসা। এখানে যে এত আনন্দ হয়, এত মজা হয় আমার জানা ছিল না। টিভিতে দেখেছি কিন্তু সেটা শুধু নাচ আর গান দেখেছিল। কিন্তু বাস্তবে যে এই চারুকলাই এসে সবার সঙ্গে প্রাণের মেলায় মিলিত হওয়া যায় এটা অভিজ্ঞতা আজ প্রথম পেলাম।’

হাতে, গলায় আর খোপায় ফুল দিয়ে সেজে এসেছে ৮ বছরের প্রিয়ন্তি। সারাবাংলাকে সে বলে, ‘বসন্তে অনেক ফুল ফুটে এইজন্য বসন্ত আমার খুব ভালো লাগে। তাই বসন্তের গান আর নাচ দেখতে এসেছি আমি।’

বসন্ত শুধু তরুণ মেয়েদের জন্য এমনটা কিন্তু নয়। অপেক্ষাকৃত বয়স্করাও এই আনন্দ উৎসবে মেতে ওঠে প্রতিবছরই। বসন্তের উৎসবে আশা সেলিনা খাতুন বলেন, বসন্ত তো বয়স মানে না। না হয় আমার বয়স হয়েছে, কিন্তু মনে তো এখনো বসন্তই ধরে আছি। কারণ এটা আমাদের বাঙালির একটা প্রাণের উৎসব। তাই প্রতি বছর এই দিনটিতে প্রকৃতির সাজে নিজেকে সাজিয়ে আমি এই উৎসবে মিলিত হই।’

বিজ্ঞাপন

সুন্দর এই আয়োজনে বাঙ্গালীদের সাথে যুক্ত হয়েছিলেন ভিনদেশীরাও। ইংল্যান্ড থেকে এসেছেন লিয়া। সারাবাংলাকে তিনি জানান, আজই প্রথম আমার বাংলাদেশ ট্যুর। আমি এই বসন্ত উৎসব সম্পর্কে আগে থেকেই জেনেছি। তাই এখানে আসলাম। এখানে বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছবিগুলো উপভোগ করতে এসেছি। মূলত, বাংলা কালচার সম্পর্কে জানতে এসেছি।’

অনুষ্ঠানের শেষ পর্বে বসন্ত-আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসবে শোভাযাত্রাটি।

বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে তিনটা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, বাহাদুর শাহ পার্ক ও ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে একযোগে চলবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানের শেষ পর্বে সকাল ১০টার দিকে বসন্ত-আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসবে শোভাযাত্রাটি।

সারাবাংলা/এফএন/এমপি

উদযাপন চারুকলা বসন্ত বরণ

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর