Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯১

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮

ঢাকা: সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের মূলে এক হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের মূলে এক হাজার ৯৫ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, একটি চায়না রাইফেল (পুলিশ থেকে লুট করা), দুইটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ, দুইটি লোহার পাইপ, একটি কাটার ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর