Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একাত্তর-চব্বিশে মেয়েরা ছিল সর্বাগ্রে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের প্রতিটি প্রবর্তনের ভিতরে যত দুর্যোগ আছে, যত সংগ্রাম আছে, যত সংকট আছে সেখানে পুরুষের পাশাপাশি আমাদের মেয়েরা সবসময় উজ্জ্বলভাবে থেকেছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ জুলাই বিপ্লবে মেয়েরা ছিল সর্বাগ্রে। কিন্তু কালক্রমে ইতিহাস থেকে তাদের অর্জন অবজ্ঞা করা হয়, যার ফলশ্রুতিতে সমাজ থেকে তারা হারিয়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অদম্য নারী পুরস্কার ২০২৪ এর আওতায় ঢাকা বিভাগের অদম্য নারীরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নিয়ে যে সকল নারীরা শহিদ হয়েছে, আহত হয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের অর্জন ধরে রাখতে হবে। নারীদেরকে আমরা আর হারিয়ে যেতে দেব না।’

উপদেষ্টা বলেন, ‘আমার দেশের অর্থনীতির কথা যদি বলি গার্মেন্টস রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মেরুদণ্ডকে জাগিয়ে রেখেছে হাজার হাজার নারীশক্তি। অর্থনৈতিক মেরুদণ্ডে আমার দেশের কৃষির গুরুত্ব কম নয়। এ কৃষি কাজে আমার দেশের নারীর যে উপস্থিতি, নারীর যে পরিশ্রম এবং নারীর যে অবদান সেটা আমরা তা খুব সহজে ভুলে যাই, শুধু তাই নয় আমাদের মনোজগতে তার অবদানটুকু আমরা মনে রাখতে পারি না। অথচ দেখা গেছে খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের টেবিল পর্যন্ত অবাধে পৌঁছে দিতে তাদের কতটা শ্রম দিতে হয়। কালক্রমে তাদের অর্জন অবজ্ঞা করার ফলে তারা আমাদের ইতিহাস থেকে হারিয়ে যায়।’

প্রতিটি নারীর জীবনে একটা সংগ্রাম থাকে, এ সংগ্রাম অতিক্রম করে নারীরা যে অর্জন করে তা অনেক বড় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আজ যে সকল নারী যারা কর্মে, মনোবলে, সংগ্রামে এবং সাহসের সঙ্গে অসীম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা শুধু সমাজের একটি পুরস্কার নয়, সমাজের এক বড় উজ্জ্বল নক্ষত্র, সেই বার্তাটি বহন করে এই পুরস্কার।

বিজ্ঞাপন

পরে উপদেষ্টা অদম্য নারী পুরস্কারে ভূষিত বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অদম্য নারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

অদম্য নারী পুরস্কার-২০২৪ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর