Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পুকুর থেকে ব্যাগভর্তি ৫টি পাইপগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

বরিশালে একটি পুকুর থেকে ব্যাগভর্তি পাঁচটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে ব্যাগভর্তি পাঁচটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে রহমতপুর ও চাঁদপাশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপরাধীরা পুলিশের অভিযানে গ্রেফতার এড়াতে ৫টি দেশীয় তৈরি পাইপগান একটি ব্যাগে ভরে ফেলে রেখে যায়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসডব্লিউ

পাইপগান উদ্ধার বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর