বাড়িতে আগুন
‘বিপ্লবী সরকারের ডাক’ দেওয়ার হুঁশিয়ারি কাফির
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭
পটুয়াখাীলী: কনটেন্ট ক্রিয়েটর ও বৈষম্যবিরোধী নুরুজ্জামান কাফি বলেছেন, ধানমন্ডি ৩২ পোড়ানোর প্রতিশোধেই আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে পুড়িয়ে দেওয়া ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে ‘বিপ্লবী সরকারের ডাক’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের আগুনের পুড়ে যাওয়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাফি বলেন, ‘‘জুলাই আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়েছি, মানুষের জন্য কথা বলেছি। শেখ হাসিনা বলেছে- ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। ঠিক ধানমন্ডি ভাঙ্গার প্রতিশোধ আমার বাড়ি প্রথম হয়েছে।’’
তিনি আরও বলেন, আমার বাবা-ভাই দুইবার কেঁদেছেন। যখন জুলাই আন্দোলনের সময় পালিয়েছিলাম তখন; আর ঘর পোড়ানোর জন্য কেঁদেছেন। সন্তান হিসেবে আমি লজ্জিত।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাহির থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় বলে জানায় কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। আগুনে নগদ টাকা ও সোনার গয়নাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি করছেন ক্ষতিগ্রস্ত কাফির পরিবার।
সারাবাংলা/এসআর
‘বিপ্লবী সরকারের ডাক’ কলাপাড়া উপজেলা কাফির বাড়িতে আগুন দোষীদের গ্রেফতারের দাবি পটুয়াখাীলী হুঁশিয়ারি কাফির