অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১
নোয়াখালী: অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে হাতিয়া উপজেলাসহ নোয়াখালীর ৯টি উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থানা থেকে আটজন, কোম্পানীগঞ্জ থানা থেকে একজন এবং চাটখিল থানা থেকে একজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশ একযোগে কাজ করছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিশ হান্টে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সারাবাংলা/এমপি