Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিনা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে চার জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপিআর) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতরকৃতরা হলেন- কেসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিনা (৫৫), পবিত্র রায় (৪৫), জয়ন্ত কুমার দাস (৩৮), মো. ইশারাত হোসেন (৪৫)।

আহসান হাবিব বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

অপারেশন ডেভিল হান্ট খুলনা গ্রেফতার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর