Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী

নোয়াখালী: ‘অপারেশন ডেভিল হান্ট’ এর তৃতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরকিং ইউনিয়নে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে  তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, তিনটি এক নলা দেশীয় বন্দুক, আটটি কার্টুজ,২০টি ককটেল,৩টি ক্রিজ,একটি তলোয়ার জব্দ করা হয়।

আটকরা হলেন- হাতিয়া উপজেলার চরর্কিং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নবীর উদ্দিন ও ইমাম হোসেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, সোমবার রাতে অপারেশন ডেভিল হান্ট তৃতীয় দিনে যৌথ বাহিনী হাতিয়ার চরর্কিং ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডে আব্দুল মার্কেট এর বিপরীতে কাওসার ব্রিক ফিল্টের সামনে পৌঁছালে মাঠ থেকে কিছু সন্ত্রাসী ককটেল নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ২৪ রাউন্ড গুলি ছুড়ে। তখন ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে এলাকায় হত্যা,ডাকাতি,মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, তিনটি এক নলা দেশীয় বন্দুক, আটটি কার্টুজ, ২০টি ককটেল, তিনটি ক্রিজ, একটি তলোয়ার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

অপারেশন ডেভিল হান্ট আটক নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর