Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি বাতিল করল এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬

সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন বাতিল করেছে এনবিআর।

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত দুটি প্রজ্ঞাপন বাতিল করা হলো, যথা- (ক) এস, আর, ও নং ৮৭-আইন/২০১৬, তারিখ: এপ্রিল ৬, ২০১৬ খ্রিষ্টাব্দ; এবং (খ) এস.আর.ও নং ১৯১-আইন/আয়কর/২০২৩, তারিখ: জুন ১৯, ২০২৩ খ্রিষ্টাব্দ।

প্রসঙ্গত, ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধী, স্নায়ুবিক প্রতিবন্ধী, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব বর্তমানে অবরুদ্ধ রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

কর অব্যাহতি বাতিল পুতুলের সূচনা ফাউন্ডেশন সায়মা ওয়াজেদ পুতুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর