Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২ দিনে আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আটক ৪ জন

নোয়াখালী: ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটকরা হলেন- হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আজিজুল হকের ছেলে মো. সালাউদ্দিন (২৮), তমরুদ্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত রফিক উল্যার ছেলে মো. রুবেল উদ্দিন (৩২), চরঈশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রতন বিহারী দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩৫)। সে সিঙ্গাপুরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়াও বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের মৃত আশ্রাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিন (৩৬) কে আটক করা হয়।

বিজ্ঞাপন

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে হাতিয়ায় ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) অপারেশন ডেভিল হান্টের প্রথমদিন নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাত জনকে আটক করেন।

সারাবাংলা/এনজে

অপারেশন ডেভিল হান্ট আটক নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর