Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় চামেলী বসুর ‘নীল পালকের ছুরি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮

চামেলী বসুর ‘নীল পালকের ছুরি’

ঢাকা: ভালোবাসা সে তো উদাসী নদী/ দুই পাড়ে যার গুমোট বসতি—/চেনা পাল দেখে বাড়িয়েছি হাত/বোঝে নাই কেউ সেই মিনতি-এর কবি চামেলী বসুর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নীল পালকের ছুরি’ এখন অমর একুশে বইমেলায়। মেলার সপ্তম দিনে বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেন্স। এটি চামেলী বসুর দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘বিরান মুখের মায়া’ প্রকাশিত হয় ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায়।

‘নীল পালকের ছুরি’ বইটি পাওয়া যাচ্ছে ৭৫৪-৭৫৫ নম্বর স্টলে। এ ছাড়া বই বিক্রির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘রকমারি’-তেও পাওয়া যাবে ‘নীল পালকের ছুরি’।

বিজ্ঞাপন

‘নীল পালকের ছুরি’ কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন বিধান সাহা। বইটির কাভার মূল্য ১৮০ টাকা। বইমেলায় বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

সারাবাংলা/এজেড/ এইচআই

চামেলী বসু নীল পালকের ছুরি’ বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর