Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২

গ্রেফতার মো. ইসমাইল (৫৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে আওয়ামী লীগ দলীয় সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর পাহাড়তলীর লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. ইসমাইল (৫৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ সারাবাংলাকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি সাবেক কাউন্সিলর ইসমাইল। সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এমপি

আওয়ামী লীগ গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর