Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯

‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত বাড়িটি ভাঙচুর করে ছাত্র-জনতা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তি ভাঙচুর করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে ৷ এ সময় তারা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিজ্ঞাপন

জানা গেছে, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমি কিনেছিলেন। ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা এ সম্পত্তির মালিক হন।

শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন।

পরে সেখানে পুরোনো গুদামঘর ভেঙে নতুন গুদামঘর ও একটি গেস্ট হাউজ নির্মাণ করা হয়। শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে অবগত হন। বর্তমানে এটি ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

সারাবাংলা/পিটিএম

খুলনা গোডাউন ভাঙচুর শেখ হাসিনা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর