গাজীপুরে পিকআপ উলটে নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৭
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৭
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুর দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছলে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। সড়ক দূর্ঘটনার ব্যাপারেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ