তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি, শীত নেই রাজধানীতে
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১
ঢাকা: শীতের শেষ সময় এখন। রাজধানী থেকে শীত বিদায় নিয়েছে বলা যায়। কিন্তু আজও তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে রয়েছে কুয়াশা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা গেছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এ দিনও নেই।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সপ্তাহ শেষে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ