চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা উপজেলার আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নোয়াব আলী আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন সারাবাংলাকে জানান, আনোয়ারা থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আনোয়ারা থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে।
সারাবাংলা/আইসি/পিটিএম