নেচে-গেয়ে-আনন্দে হারিয়ে যাওয়ার একটি সন্ধ্যা
২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৮
ঢাকা: সুরের মূর্ছনায় যে যার মতো নেচে-গেয়ে আনন্দঘন সময়কে উপভোগ করছেন সবাই। কারণ, আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময়টা ছিল আইসিসি কমিউনিকেশন, পীয়ারেক্স ও সারাবাংলার বারবিকিউ পার্টির আয়োজন।

আইসিসি কমিউনিকেশন লিমিটেডর চেয়রাম্যান নাদিয়া সিদ্দিকসহ অন্যান্য অতিথিরা। ছবি: সারাবাংলা
‘অ্যান ইভিনিং আন্ডার দা স্টার’- এই শিরোনামে পুরো সন্ধ্যা সবার কেটেছে সুরের ছন্দে গানের মূর্ছনায়। সারাদিনের ব্যস্ত সময় পার করে, দিন শেষে এমন আনন্দঘন আয়োজনে মেতে উঠে আইসিসি কমিউনিকেশনের সব সহযোগী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই।

সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে সারাবাংলা পরিবার। ছবি: সারাবাংলা
আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন- আইসিসি কমিউনিকেশন লিমিটেডর চেয়রাম্যান নাদিয়া সিদ্দিক, ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম সিদ্দিক, গ্রুপ সিইও রিটায়ার্ড ল্যা. কর্নেল মো. জাহাঙ্গীর হোসাইন, ইনফ্রাসটাকচার জেনারেল ম্যানেজার শহীদ রেজা, চিফ অব অ্যাকাউন্ট মেজবাহ উদ্দিন খান, উপদেষ্টা অবসর প্রাপ্ত ব্রি. জেনারেল শাহিদ হাসান সেলিম।

সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিকের (ডানে) সঙ্গে হেড অব নিউজ গোলাম সামদানী (বামে)। ছবি: সারাবাংলা
আরও উপস্থিত ছিলেন- আইসিসি টেলি সার্ভিস লিমিটেডের চিফ ইনভেস্টিগেশন অফিসার আব্দুর রাজ্জাক, সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর (অব.) মো. আবদুল্লাহ আল মামুন। পিয়ারেক্স নেটওয়ার্কস লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার সাদাব মনি, চিফ মার্কেটিং অফিসার নুর হুদা তালুকদার, হেড অব সেলস আবু সাইদ খান। ছিলেন ডিজিবাংলার চিফ এডিটর এস এম ইমদাদুল হক। আয়না ওটিটির চিফ টেকনিক্যাল অফিসার তানজিন রহমান তনু।

আইসিসি কমিউনিকেশন লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে কর্মীদের একাংশ। ছবি: সারাবাংলা
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী, নিউজ এডিটর সুমন ইসলাম ও প্রতীক মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এত সুন্দর আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। এ সময় তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আনন্দঘন আয়োজনের পরিকল্পনার কথাও জানান। এই আয়োজনের জন্য সারাবাংলা কর্তৃকক্ষকে ধন্যবাদ জানিয়ে এমন আয়োজন আগামীতেও অব্যহত রাখার আহ্বান জানান সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী।

অনুষ্ঠানে কথা বলছেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক। ছবি: সারাবাংলা
আজকের আয়োজনে উচ্ছ্বসিত ছিল আইসিসি কমিউনিকেশনসহ সব প্রতিষ্ঠানের কর্মীরা। মন ভালো করা মুহূর্তের পাশাপাশি ভরপুর ছিল নানাধরনের খাবারের আয়োজন। খোলা আকাশের নিচে কর্মীরা সবাই একসঙ্গে লাইনে দাঁড়িয়ে মজার মজার খাবার উপভোগ করেন।

অনুষ্ঠানে ছিল শীতের পিঠার আয়োজন। পিঠা খাওয়ার আনন্দঘন মুহূর্ত। ছবি: সারাবাংলা
সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলেও চলছিল আনন্দ আয়োজন। খাবার শেষে নিজেদের মধ্যে আনন্দ আড্ডায় মেতে ওঠেন সবাই। রাতের আকাশে আতশবাজির আলোকচ্ছটায় মুহূর্তেই অন্যরকম আবহের সৃষ্টি হয়। এবারের আয়োজনের মধ্য দিয়ে সকলের প্রত্যাশা, আগামীর প্রতিটি পদক্ষেপে থাকবে সফলতার আলোকচ্ছটা।
সারাবাংলা/এনএল/পিটিএম