Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
আফগান সমর্থকদের ভিসা দিচ্ছে না পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১

চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত আফগান সমর্থকদের উপস্থিতি

চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র ১৮ দিন। পাকিস্তান ও আরব আমিরাতে হাইব্রিড পদ্ধতিতেই হচ্ছে এবারের টুর্নামেন্ট। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে মাঠে নামবে আফগানিস্তান। তবে মাঠে তাদের সমর্থন জানাতে এবার হয়তো স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন না আফগান সমর্থকরা। তাদের যে ভিসাই দিতে রাজি নয় পাকিস্তান!

গত ওয়ানডে বিশ্বকাপে সেরা ৮ এ থাকায় ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছিল আফগানরা। বি গ্রুপে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আফগানিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে পাকিস্তানের মাটিতে।

বিজ্ঞাপন

দ্বিপাক্ষিক হোক কিংবা আইসিসি টুর্নামেন্ট, মাঠে আফগান সমর্থকদের উপস্থিতি সবসময়ই থাকে চোখে পড়ার মতো। পাশের দেশ পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ায় মাঠে আফগানদের সমর্থকদের উপচে পড়া ভিড়ই আশা করা হচ্ছিল। তবে সেই আশায় গুড়ে বালি দিতে পারে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আফগান সমর্থকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দুই দেশের মাঝে চলা দ্বন্দ্বের কারণেই এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে নিজেদের ম্যাচে চিরচেনা সেই সমর্থন না পাওয়ার সম্ভাবনাই বেশি রশিদ খানদের।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে অভিষেক হবে আফগানিস্তানের।

সারাবাংলা/এফএম

আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর