তারেক রহমানের উপহার: বান্দরবানে শীতবস্ত্র বিতরণ
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২২
বান্দরবান: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে শহিদ আবু সাঈদ মুক্ত মঞ্চে জেলার কয়েক শতাধীক অসহায় ও দুস্থদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। তারেক রহমানের পক্ষ থেকে জেলার ৭ উপজেলায় ১০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীত উপহার দেওয়া হচ্ছে।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা জাবেদ রেজা বলেন, গণখুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি। এতে করে জনগণ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। তারেক রহমান বিদেশে থাকলেও বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। হিংসার রাজনীতি তারেক রহমান পছন্দ করেন না। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে বিপদে-আপদে প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো।
সারাবাংলা/এসআর