Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

গাজীপুর: টঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ছাবেদ আলী (৭০) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে সকালে আব্দুল কুদ্দুস গাজী (৬০) মারা যান। এ নিয়ে ইজতেমার প্রথম দিনে দুইজনের মৃত্যু হয়।

মৃত ছাবেদ আলী শেরপুর জেলার শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ও আব্দুল কুদ্দুস গাজী (৬০) খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

বিজ্ঞাপন

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান তাদের দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

আরও ১ মুসল্লির মৃত্যু গাজীপুর টঙ্গী বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর