Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিক্ষুক বসিয়ে হয়তো কেউ ব্যবসা করতে চাচ্ছে: জিএমপি কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৯:০২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২৩:০১

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেছেন, ইজতেমা মাঠের আশপাশে প্রচুর ভিক্ষুক দেখা যাচ্ছে। মনে হয়েছে কেউ ব্যবসার জন্যে এদের বসিয়েছে। এদের কারণে ইজতেমায় আগত মুসল্লিদের বেগ পেতে হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিশ্ব ইজতেমা নিয়ে পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জিএমপি কমিশনার।

নাজমুল করিম খান বলেন, ‘বিশ্ব ইজতেমায় বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। নিরাপত্তার স্বার্থে আমি আমাদের পুলিশ বাহিনীর সকলকে নির্দেশ দিয়েছি এখানকার ভিক্ষুকদের অন্যত্র সরিয়ে দিতে। যেন সড়কে কোনোপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।’

আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ‘তারা তাদের মত মেজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ থেকে দেশ-বিদেশের মুসল্লিদের কারো নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। এবার অনেক শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি

৫৮ তম বিশ্ব ইজতেমা গাজীপুর ভিক্ষুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর