Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

টেসলা এবং স্পেস-এক্সের প্রধান ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি বাকস্বাধীনতা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জন্য মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক।

তিনি বলেন, ‘শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে। বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ মাস্ককে এ মনোনয়ন দেওয়া হয়েছে।’

গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। তবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠন।

সারাবাংলা/এইচআই

ইলন মাস্ক টেসলাৎ নোবেল পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর