Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৪২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়া: ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কে রণবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে, বগুড়ার দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকও এ সময় নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাক চালকের সহকারি নিহত হন। সে সময় গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, ‘ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ। এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম পরিচয় জানার জন্য। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসডব্লিউ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর