Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৬:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১৮

৪৭ রাউন্ড গুলিসহ আবদুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী থেকে ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুস সাত্তার (২৪) একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে গুলির একটি বাক্স জব্দ করা হয়। সেখানে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/আইসি/এইচআই

গুলি গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর