Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা শীর্ষস্থানীয় তুর্কি সংস্থার

সারাবাংলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ০২:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১০:৫৫

প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তুরস্কের ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিংস। ছবি: পিআইডি

ঢাকা: তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিংস বিশ্বব্যাপী তাদের কারখানাগুলোতে পণ্য রফতানির লক্ষ্যে বাংলাদেশে একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অন্তর্বর্তী সরকরের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে এ কথা জানান কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কামাল এবিক্লিওগ্লু’র নেতৃত্বে ব্যবসায়িক একটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এ সময় ফাতিহ বলেন, ‘বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে।’

দেশে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে আছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।’ অধ্যাপক ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তুরস্ক, ইউরোপ ও সারা বিশ্বে পণ্য রফতানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করুন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি সামগ্রিক বিনিয়োগ কেন্দ্র হতে পারে।’

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ তুর্কি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ পরিকল্পনা