Monday 17 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ৫ দফা দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২৩:০১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১০:৩৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশি নির্যাতনের বর্ণনা ও পাঁচ দফা দাবির কথা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. রাকিব।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকে সংবাদ সম্মেলন করেন তিনি। উল্লেখ্য, আহত হয়ে তিনি ঢামেকে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রাকিবসহ তার সহপাঠীরা ৫ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-

১. আইন-শৃঙ্খলা অবনতি করে পরিকল্পিতভাবে হামলার দায় সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্পটে হামলার নেতৃত্ব দেওয়া সকলকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে।
২. যেহেতু প্রো-ভিসি মামুনের অসদাচরণের কারণে এই মব সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থীরা আহত হন। তাই প্রো-ভিসি মামুনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩.পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যেসব আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন আওয়ামী প্রেতাত্মারা হামলার পরিকল্পনা করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে।
৪. যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চলমান আছে তাদের শিক্ষা কার্যক্রমে কোনো প্রকার সমস্যা যেন না হয় সেই দিকে ইউজিসি এবং সরকারের দৃষ্টি রাখতে হবে।
৫. অতি দ্রুত সময়ের মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো গত রূপরেখা সরকারকে বন্দোবস্ত করতে হবে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

৭ কলেজ টপ নিউজ দাবি

বিজ্ঞাপন

৪ জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর