Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর ঘুরল ট্রেনের চাকা, যাত্রী কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫১

রাজশাহী থেকে চলছে ট্রেন। ছবি: সারাবাংলা

রাজশাহী: টানা ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ট্রেন চলাচল। রাজশাহী স্টেশন থেকে সকাল ৬টা ৫ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস। ট্রেন চলাচল শুরু করলেও যাত্রী ছিল একদম কম। প্রায় প্রতিটি বগি ফাঁকা অবস্থায় ছেড়ে গেছে।

এর আগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে রেলের রানিং স্টাফরা। এরপর বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ট্রেন চলাচল শুরু করেছে।

বিজ্ঞাপন

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে জানা গেছে, বুধবার সকাল ৬টা ৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সাগরদাঁড়ি এক্সপ্রেস। এরপর ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস এবং ৭টা ১০ মিনিটে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ে ৭টা ৫০ মিনিটে। এছাড়াও কমিউটার মেইল ট্রেনগুলো ছেড়ে গেছে। সাপ্তাহিক বন্ধ থাকার কারণে তিতুমীর এক্সপ্রেস ছাড়েনি। তবে এক ঘণ্টা দেরিতে এসে পৌছেছে পাবনার ঢালারচর থেকে ছেড়ে ঢালারচর এক্সপ্রেস। ট্রেনটি রাজশাহী স্টেশনে এসে পৌছায় সকাল সাড়ে ১১টার দিকে।

ট্রেন চলাচল শুরু করলেও যাত্রী ছিল একদম কম। ছবি: সারাবাংলা

যাত্রীদের ভাষ্য, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় অনেক যাত্রী বিষয়টি জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা ছিল। রেলের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় ভোগান্তি কমেছে বলেও জানান তারা।

বনলতা এক্সপ্রেসে দায়িত্বরত শফিকুল ইসলাম জানান, সকালে কিছু বিলম্বে ট্রেন ছাড়া হয়েছে। কিন্তু আসন ভরেনি। কোনো কোনো বগিতে যাত্রী নেই। গোটা ট্রেনে ১০০টার মতো যাত্রী হবে।

বিজ্ঞাপন

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম জানান, সকাল থেকেই যথা নিয়মের টিকিট বিক্রি হচ্ছে। পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা হেরফের হলেও সকল ট্রেন যথা নিয়মে চলাচল করবে। বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজশাহী আসতে শুরু করেছে। এরমধ্যে ঢালারচর বিলম্বে এসে পৌছায়। এ ছাড়াও বরেন্দ্র ও কপোতাক্ষ এক্সপ্রেসও রাজশাহীতে এসে পৌছাবে।

বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজশাহী আসতে শুরু করেছে। ছবি: সারাবাংলা

বিভিন্ন দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। পরে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অবসান ঘটেছে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।

সারাবাংলা/ইআ

ট্রেন চলাচল শুরু রাজশাহী রেলওয়ে স্টেশনে

বিজ্ঞাপন

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০

আরো

সম্পর্কিত খবর