Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ হাজার রানে স্মিথের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৩:১৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪৮

টেস্টে ১০ হাজার রান ছুঁলেন স্মিথ

ভারতের বিপক্ষে সিরিজ শেষে তার রান ছিল ৯৯৯৯। মাত্র এক রানের জন্য দেশের মাটিতে ১০ হাজার রানের মাইলফলক না ছুঁতে পারার আক্ষেপটা ছিল স্টিভেন স্মিথের। স্মিথের সেই আক্ষেপ মিটল শ্রীলংকার মাটিতেই। গলে সিরিজের প্রথম টেস্টে নিজের প্রথম বলে রান নিয়েই ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ।

২০১০ সালে অজিদের হয়ে সাজা পোশাকে অভিষেক হয়েছিল স্মিথের। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর। দীর্ঘ এই সময়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের অন্যতম মূল ভরসা হয়ে উঠেছেন তিনিই। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজেই ছুঁতে পারতেন ১০ হাজার রানের মাইলফলক। অল্পের জন্য সেটা হয়নি।

বিজ্ঞাপন

অবশেষে শ্রীলংকার বিপক্ষে নিজের ১১৫ তম টেস্টে এসে ১০ হাজার রানের রেকর্ড গড়লেন স্মিথ। ক্রিজে নেমে প্রথম বলেই রান তুলে নিয়েই নতুন রেকর্ড গড়লেন তিনি।

টেস্ট ইতিহাসের ১৫তম ব্যাটার হিসেবে ১০ হাজার রান ছুঁয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে অ্যালেন বোর্ডার, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ টেস্টে ১০ হাজার রান ছুঁয়েছেন। অজি ব্যাটার মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে ১০ হাজার রান তুলে নিয়েছেন স্মিথ। ১০ হাজার রান তোলার সময় চার অজি ব্যাটারই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।

এখন পর্যন্ত ১১৫ টেস্টে ২০৫ ইনিংসে ৫৫.৮৭ গড়ে ১০০০১ রান করেছে স্মিথ। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ২৩৯ রান।

সারাবাংলা/এফএম

১০ হাজার রান অস্ট্রেলিয়া স্টিভেন স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর