Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানিং স্টাফদের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে: রেল উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১২:৩৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৩৯

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ আছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, স্টাফদের সঙ্গে আমাদের আলোচনার দরজা খোলা আছে। প্রয়োজনে দাবি দাওয়া নিয়ে আরও আলোচনা করব।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক। এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা আছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারো আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করব।

তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেজন্য এরইমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে করে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।

স্টাফদের যে দাবি দীর্ঘ দিন ধরে বন্ধ আছে উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। রেল তো কারও ব্যক্তিগত সম্পত্তি না, এখানে আলোচনার সুযোগ আছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।

এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে শুরুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সারাবাংলা/জেআর/ইআ

বাংলাদেশ রেলওয়ে রেল উপদেষ্টা

বিজ্ঞাপন

বাংলাদেশে পা রাখলেন হামজা
১৭ মার্চ ২০২৫ ১২:১৮

আরো

সম্পর্কিত খবর