Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশি ব্লেড’ হামজাকে দলে নিল শেফিল্ড ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫ ১১:৫২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩২

শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন তিনি, খবরটা প্রায় নিশ্চিতই ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবেই লেস্টার ছাড়লেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার ছেড়ে আরেক ইংলিশ ক্লাব শেফিল্ডে পাড়ি জমালেন হামজা।

এই মৌসুমে লেস্টার সিটির হয়ে কালেভদ্রেই মাঠে নেমেছেন হামজা। মাত্র ৬ ম্যাচে মাঠে নামা হামজা তাই চাইছিলেন অন্য কোথাও যেতে। লেস্টার সিটি কোচ নিস্টলরয়ও তাকে দলে রাখার ব্যাপারে আগ্রহী ছিলেন না। অবশেষে দুই পক্ষের সম্মতিতেই হামজাকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই মুহূর্তে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগে খেলছে শেফিল্ড। হামজাকে দলে ভেড়ানোর খবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করেই প্রচার করেছেন তারা। সেখানে হামজাকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘বাংলাদেশি ব্লেড’ হিসেবে। লেস্টারের সাথে চুক্তির মেয়াদ আরও আড়াই বছর বাকি থাকলেও এই মৌসুম শেষে পাকাপাকিভাবেই শেফিল্ডে থেকে যেতে পারেন হামজা।

শেফিল্ডে যোগ দিয়ে উচ্ছ্বসিত হামজা, ‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। কয়েক সপ্তাহ ধরেই আলোচনাটা চলছিল। আমি এই ক্লাবের হয়ে ভূমিকা রাখতে চাই। আমি লিগে তাদের অবস্থানটা জানি। ক্লাব যেন আরও ভালো কিছু অর্জন করতে পারে এটাই চেষ্টা থাকবে।’

আগামী ১ ফেব্রুয়ারি ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়েই শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে হামজার।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর