Wednesday 29 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণবিরোধী অভিযানে পলিথিন জব্দ, ইটভাটায় জরিমানা

স্পেশাল করেসপডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২১:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১০:৫০

দূষণবিরোধী অভিযান

ঢাকা: সারা দেশে পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। একইসঙ্গে ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে লাখের অধিক টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লক্ষীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদফতর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সকল অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজারসহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

অন্যদিকে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

লক্ষীপুর জেলায় শব্দ দূষণবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একটি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা করা হয় এবং দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ ছাড়া কয়েকটি যানবাহনের চালকদের সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতর সারা দেশে পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/জেআর/এইচআই

দূষণবিরোধী অভিযান পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর