Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় যুগ পর চট্টগ্রামে ইসকপ’র তাফসিরুল কোরআন মাহফিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪২

তাফসিরুল কোরআন মাহফিল। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ দেড় যুগ পর চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদের (ইসকপ) আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। এক-এগারো পরবর্তী জরুরি অবস্থা এবং আওয়ামী লীগের আমলের পুরো সময়জুড়ে বৈরি পরিস্থিতিতে এ মাহফিল আয়োজন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সংগঠনটি।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নগরীর চকবাজারের প্যারেড ময়দানে মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথমদিন মূল আলোচক হিসেবে আছেন মাওলানা আবদুল্লাহ আল আমিন।

বিজ্ঞাপন

দেড়যুগ পর এ আয়োজনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক প্রচার-প্রচারণায় গত কয়েকদিন ধরে চট্টগ্রামে উচ্ছ্বাসমুখর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, পাঁচদিনব্যাপী এ তাফসিরুল কোরআন মাহফিল চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মাহফিল সফল করতে স্যানিটেশন, খাবার পানি, মেডিকেল টিমসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। প্রতিদিন এক লাখের বেশি মানুষ মাহফিলে সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

এদিকে প্যারেড ময়দান ছাড়াও আশপাশের এলাকায় প্যান্ডেল ও পর্দার মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হয়েছে। নারী শ্রোতাদের জন্য সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠ, কাজেম আলী উচ্চ বিদ্যালয়, গুলজার বেগম সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয়, কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজে বিশেষ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাহফিলের দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতী আমির হামজা ও চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী বক্তব্য রাখবেন। এবার মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছেন ড. মিজানুর রহমান আজহারী। তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন তিনি। ওইদিন উপস্থিত থাকবেন প্রয়াত দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে কামরুল ইসলাম সাঈদ আনসারী। একসময় মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকতেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

বিজ্ঞাপন

এছাড়া সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চট্টগ্রামের সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ তাহের সারাবাংলাকে বলেন, ‘মাগরিবের নামাজের পরপর মাহফিল শুরু হয়েছে। আন্দরকিল্লা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পাঁচলাইশ থানা মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়াসহ প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত মাহফিলের বক্তব্য শোনার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছে কয়েকটি জায়গায়। মাহফিলে প্রতিদিন লাখো মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।’

১৯৭৭ সাল থেকে চট্টগ্রামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন শুরু করে। প্রথমবার নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এরপর কখনও কলেজিয়েট স্কুলের মাঠে, কখনও লালদিঘী মাঠে এ আয়োজন করা হয়েছিল। ১৯৮৫ সাল থেকে চকবাজারের প্যারেড ময়দানে মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্যারেড ময়দানে মাহফিলের অনুমতি না দেওয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ এবং জামায়াত ইসলামী চট্টগ্রামে এক সপ্তাহের হরতাল আহ্বান করেছিল। পরে সরকার আউটার স্টেডিয়ামে মাহফিলের অনুমতি দেয়।

২০০৬ সালে প্যারেড ময়দানে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আর মাহফিল করতে পারেনি ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

সারাবাংলা/আইসি/এসআর

ইসকপ ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল মাহফিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর