ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ
২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৯
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাবি থেকে সাত কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ কথা জানান।
এর আগে এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুষ্ঠিত বৈঠকে পাঁচ দফা সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাবি উপাচার্য জানান। এগুলো হচ্ছে-
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ;
২. অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এব ছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়া;
৩. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করা;
8. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ;
৫. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইআইএন/ইআ