Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:২৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 ‘বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে’ বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘ছোটখাটো বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে’ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে।  পুলিশকে সব সময় ধৈর্যের সঙ্গেই মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

উল্লেখ্য, রোববার (২৬ জানুয়ারি) রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ।

ওই ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওয়ানা দিলে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হন তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

কমিটি বৈঠক সরাষ্ট্র উপদেষ্টা সাত কলেজ

বিজ্ঞাপন

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর