Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের মিটিং চলছে

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিংয়ে সাত কলেজের অধ্যক্ষরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভা শুরু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ সভা শুরু হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুন, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির উপস্থিত আছেন।

অন্যদিকে সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত আছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং চলমান রয়েছে।

সারাবাংলা/এআইএন/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর