Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:১৩ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক সেমিনারে বক্তব রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

ঢাকা:  টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু এড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই যাতে সীমাবদ্ধ থাকে আমরা সেই কাজই করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারি করবো না, জনগণের জন্য কাজ করছি।’

‘গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাবো’ জানিয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ রিফর্মগুলো আমরা করবো। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম। ঘুষ যাতে দিতে না দিতে হয়, সে জন্য আমরা রিফর্ম করে যাবো। ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে, তবে আমরা কিন্তু রিফর্ম করবো।’

সারাবাংলা/জেজে/আরএস

ড. সালেহ উদ্দিন আহমেদ ভ্যাট-ট্যাক্স সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর