আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ওমরজাই
২৭ জানুয়ারি ২০২৫ ১৩:২৭
২০২৪ সালটা জাতীয় দলের হয়ে দারুণ কেটেছে তার। আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দারুণ সেই পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন। গত বছর ৫০ ওভারের ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওমরজাই।
আফগানদের জার্সি গায়ে ২০২৪ সালে তিন ফরম্যাটেই ভালো করেছেন ওমরজাই। তবে ওয়ানডেতে একটু বেশিই আলো ছড়িয়েছেন তিনি। ব্যাটে-বলে আলো ছড়িয়ে বছরজুড়েই আফগানদের হয়ে ম্যাচ ও সিরিজ জিতেছেন ওমরজাই।
ওয়ানডেতে গত বছর ওমরজাই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। উইকেটের দিক দিয়েও দ্বিতীয় স্থানে আছেন তিনি। এএম ঘাজানফরের পরেই আছেন ওমরজাই। তার দারুণ পারফরম্যান্সে ভর করেই ২০২৪ সালে ৫টি ওয়ানডে সিরিজের মাঝে ৪টিতেই জিতেছে আফগানরা।
আফগানিস্তানের হয়ে ১৪ ম্যাচে ৪১৭ রান করেছেন ওমরজাই, গড় ছিল ৫২.১২। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট, গড় ২০.৪৭। শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানই গত বছরে তার সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
সারাবাংলা/এফএম
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই আফগানিস্তান