৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়
২৭ জানুয়ারি ২০২৫ ১২:২১
প্রায় তিন যুগ পেরিয়ে গেলেও পাকিস্তানের মাটিতে টেস্ট জিততে পারছিলেন না তারা। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সেই হারিয়ে যাওয়া জয়ের স্বাদ পেল মুলতানেই। সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনেই পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল ক্যারিবিয়ানরা।
অথচ এই ওয়েস্ট ইন্ডিজই ম্যাচের প্রথম দিনে ৩৮ রানে হারিয়েছিল ৭ উইকেট! মোতি, ওয়ারিকান, রোচদের লড়াকু ইনিংসে ১৫০ পেরোয় দলের ইনিংস। ১৬৩ রানের জবাব প্রথম ইনিংস পাকিস্তানও অলআউট হয় ১৫৪ রানে।
৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৪৪ রান। ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করতে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৫৪ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলেন তারা।
তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ২ ঘণ্টা। জোমেল ওয়ারিকানের আরেকটি ফাইফারে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ১৩৩ রানেই। ১২০ রানের জয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে ও সিরিজজুড়ে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করা ওয়ারিকান হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা। বল হাতে তিনি নিয়েছেন ১৯ উইকেট। ২ টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে সফরকারী স্পিনারদের মাঝে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাট হাতে ওয়ারিকান করেছেন মহামূল্যবান ৮৫ রান।
এই সিরিজে ছিল দুই দলের স্পিনারদের দাপট। সব মিলিয়ে সিরিজে ৬৯টি উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজে এটাই সর্বোচ্চ। এই সিরিজে ভেঙে ২০২১ সালে শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রেকর্ড। সেবার দুই দলের স্পিনাররা নিয়েছিলেন ৬৭ উইকেট।
সারাবাংলা/এফএম