লেস্টার ছেড়ে কোথায় যাচ্ছেন হামজা?
২৭ জানুয়ারি ২০২৫ ১১:৪৭
লেস্টার সিটির হয়ে এই মৌসুমে মাঠে নেমেছেন কালেভদ্রেই। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর লেস্টার পর্ব খুব সম্ভবত শেষের পথে। শোনা যাচ্ছে, লেস্টার ছেড়ে ইংল্যান্ডের আরেক ক্লাব ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন হামজা।
ক্লাবের হয়ে এই মৌসুমে মাত্র ৬ ম্যাচে মাঠে নামতে পেরেছেন হামজা। বেঞ্চে বসে মৌসুমের বেশিরভাগ সময় কাটানো হামজা বেশি ম্যাচ খেলার জন্য ক্লাব ছাড়ছেন, গুঞ্জন ছিল এমনটাই। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, লেস্টার ছাড়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন হামজা।
২৭ বছর বয়সী হামজা লেস্টার ছেড়ে ধারে খেলতে যাবেন এই মুহূর্তে দ্বিতীয় বিভাগে খেলা শেফিল্ড ইউনাইটেডে। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করতে পারেন দুই ক্লাব। রোমানো বলছেন, লেস্টার কোচ নিস্টলরয় বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌসুমের বাকি সময়টা শেফিল্ডেই কাটাবেন হামজা। মৌসুম শেষে তার চূড়ান্ত গন্তব্য কোথায় হয় সেটা জানা যাবে আগামী জুনেই।
গত বছর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন হামজা। আগামী মার্চে এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে তার।
সারাবাংলা/এফএম