‘মাত্র ২০ দিনের আন্দোলনে বিজয় আসেনি’
২৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫
ঢাকা: ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০ দিনের আন্দোলনে বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুয়েল বলেন, ‘১৬ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত মাত্র ২০ দিন আন্দোলন করে যারা বিজয়ের একক কৃতিত্ব দাবি করছেন তাদের উদ্দেশ্যে বলব, বাংলাদেশের এ আন্দোলন ২০ দিনে সৃষ্টি হয়নি। মাত্র ২০ দিনের আন্দোলনে বিজয় আসেনি। এ বিজয় ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত ফসল এবং এ আন্দোলনের কারিগর ছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর ধরে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে বিএনপির তিন হাজার নেতা-কর্মী শহিদ হয়েছেন, ১২শ নেতা-কর্মী গুম হয়েছেন।’
তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, যেটি হতাশার বিষয়। রাজনৈতিক দল গঠন করা সবার অধিকার। জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন করলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না।’
জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে জুয়েল বলেন, ‘আপনি জিয়াবাদ-মুজিববাদের কথা বলেছেন। আপনি যদি দেশের ইতিহাস না পড়ে থাকেন, দেশের স্বাধীনতার প্রেক্ষাপট না জানেন, আপনি যদি মহান স্বাধীনতার ঘোষক সম্পর্কে অবগত না থাকেন, আমাদের কাছে আসুন, ইতিহাস জানিয়ে দেব। যদি না আসতে চান, তাহলে ঢাবির শিক্ষকদের কাছে সত্যিকারের ইতিহাস জানুন।’
‘কখনও মুজিবুর রহমান আর জিয়াউর রহমানকে এক করবেন না। শেখ মুজিব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশে বাকশাল কায়েম করেছিলেন আর জিয়াউর রহমান বহুদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপার চেষ্টা করবেন না।’
যুবদল নেতা রুহুল কুদ্দসের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, শেরে বাংলা থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি আতিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু সহ আরও অনেকে।
সারাবাংলা/এজেড/এনজে