Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যালেন্সিয়াকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫ ০৯:৩০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:২৯

ভ্যালেন্সিয়াকে সাত গোলের লজ্জা দিল বার্সা

লা লিগায় তাদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। শেষ ৯ ম্যাচের ৮টিতেই পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। গত দুই মাসের সেই হতাশাটা বার্সা ঝাড়ল ভ্যালেন্সিয়ার ওপরেই। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলের লজ্জায় ডুবিয়ে জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের দল।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বার্সার দাপটে বিপর্যস্ত ছিল ভ্যালেন্সিয়া। ৩ মিনিটের মাথায় গোলবন্যার সূচনা করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। লামিন ইয়ামালের বাড়ানো বলে গোল করেন তিনি। সেই শুরু, এরপর প্রতিপক্ষের জালে আরও ছয়বার বল জড়িয়েছে কাতালানরা।

বিজ্ঞাপন

৮ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বালদের অ্যাসিস্টে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান তোরেস। ১৪ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি আসে রাফিনহার পা থেকে। ২৪ মিনিটের মাঝে লিড আরও বাড়ায় বার্সা। কুবারসির বাড়ানো বলে গোল পান ফেরমিন লোপেজ।

৩৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল ভ্যালেন্সিয়া। তবে ভিএআরের সাহায্য নিয়ে সেটা বাতিল করেন রেফারি। হাফ টাইমের ঠিক আগে বার্সা পায় ৫ম গোল। নিজের দ্বিতীয় গোল করে বার্সার বড় জয় তখনই নিশ্চিত করেন লোপেজ।

৫৯ মিনিটে এক গোল শোধ করে ভ্যালেন্সিয়া। হুগো ডুরোর সেই গোলে কিছুটা স্বস্তি পায় ভ্যালেন্সিয়া। ৬৬ মিনিটে বার্সার ষষ্ঠ গোল আসে রবার্ট লেভানডস্কির পা থেকে। ৭৫ মিনিটে আত্মঘাতী গোল করে বার্সার ৭ম গোল এনে দেন সিজার তারেগা।

শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। লা লিগায় ৫৪ দিন পর জয়ে ফিরলেন কাতালানরা। এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল তারা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বার্সেলোনা ভ্যালেন্সিয়া লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর