Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র তোরণে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা মুখোমুখি

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ০০:১৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:২৪

গণতন্ত্র তোরণে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

ঢাকা: সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর দাবিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা অবস্থান নিলে রাত সাড়ে ১১টার দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত ১০টা থেকে এ ঘটনার সুত্রপাত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়লে সাত কলেজের শিক্ষার্থীরা পিছু হটে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) অসদাচরণে প্রতিবাদে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাবির ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা।

উল্লেখ্য, প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর এদিন সাড়ে ১০টার দিকে মোড়ে এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল রহমান এ ঘোষণা দেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

৭ কলেজ গণতন্ত্র তোরণ ঢাবি শিক্ষার্থী নীলক্ষেত মুখোমুখি অবস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর